![সোনারগাঁয়ে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জন নিহত সোনারগাঁয়ে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জন নিহত](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-07-at-84845-PM-2502071449.jpg)
ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও অংশে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ।
নিহতরা হলেন গাইবান্ধার সুনামগঞ্জ থানার আশরাফুল আলমের স্ত্রী কাকলি (৩৫), তার ছেলে আরিয়ান আহম্মেদ রাফি (৫) এবং রংপুরের পীরগাছা থানার আব্দুল ওহাবের ছেলে অটোরিকশাচালক আনিসুর রহমান (২৩)।
জানা যায়, মহাসড়কের ঢাকাগামী লেনে দ্রুতগতির একটি বাসের সঙ্গে উল্টোপথে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোতে থাকা মা-ছেলেসহ চালকের মৃত্যু হয়।
ওসি কাজী ওয়াহিদ মোরশেদ আরো বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আসিফ