ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

মৌলভীবাজার-৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আহমেদুজ্জামান আলম,কমলগঞ্জ (মৌলভীবাজার)

প্রকাশিত: ১৯:৩১, ৭ ফেব্রুয়ারি ২০২৫

মৌলভীবাজার-৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এডভোকেট মো: আব্দুর রব'কে প্রার্থী ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ২৯বছর পর এ আসনে প্রার্থী ঘোষনা করলো জামায়াত ইসলামী।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা সেক্রেটারী অধ্যক্ষ মো. ইয়ামীর আলী। জামায়াতের নীতিনির্ধারণী বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে জানিয়ে কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাসুক আহমদ জানান,আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সাংগঠনিক তৎপরতাবৃদ্ধিসহ বিভিন্ন ইউনিটের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করে এডভোকেট মো: আব্দুর রব এ প্রতিনিধিকে জানান, দলের মনোনয়ন পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি, ৫আগস্টের চেতনাকে লালন করে সাম্য, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় একযোগে কাজ করে যাবো।

উল্লেখ্য,সর্বশেষ ১৯৯৬ সালের নির্বাচনে এ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে নির্বাচন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি তরফদার।

মুহাম্মদ ওমর ফারুক

×