ছবি: সংগৃহীত
গত বুধবার (৫ ফেব্রুয়ারি) 'মার্চ টু ধানমন্ডি ৩২' কর্মসূচিতে ধানমন্ডি বত্রিশের বাড়ি ছাত্র-জনতার রোষানলে পড়ে। কেউ শাবল, কুড়াল, হাতুড়ি দিয়ে পিটিয়ে বাড়িটির স্থাপনা ভাঙতে শুরু করে। এরপর বুলডোজার আর এক্সক্যাভেটার এসে স্থানপনাটি পুরোপুরি ভেঙে দেওয়া হয়। সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা কেউ বাড়ির ছাদে, কেউ বাড়ির ভেতরে, আবার কেউ বাড়ির সামনে অবস্থান করছেন। বাড়িটি ভাঙার আগেই অনেক মানুষকে বাড়িটির মালামাল এবং কাঠামো খুলে নিতে দেখা গেছে।
একই দৃশ্য দেশের বিভিন্ন জায়গায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে। এসময় তাদের “নারায়ে তাকবির, কাউয়া কাউয়া” স্লোগান দিতে দেখা যায়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে হামলা চালান তারা।
জানা যায়, বৃহস্পতিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার ফেসবুক পেজ থেকে এই হামলার ঘোষণা দেওয়া হয়। এতে লিখা হয়, “নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা।”
এছাড়াও দেশের কোথাও কোথাও আ.লীগ ও যুবলীগ নেতাদের বাড়িতে হামলা ও সহিংসতার ঘটনায় লুটপাটের ঘটনা চলছে।