ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সরওয়ারদী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

প্রকাশিত: ১৮:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০২৫

কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সরওয়ারদী গ্রেফতার

ছবিঃ : দৈনিক জনকণ্ঠ

লালমনির হাটের কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আহসান শহীদ সরওয়ারদী (৩৫) ও তার সহযোগী গোলাম রব্বানী (৩০) আটক হয়েছে। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে লালমনিরহাট সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রওনক শাহারিয়ারের নেতৃত্বে যৌথবাহিনী কালীগঞ্জ উপজেলার ভোটমারী বাজারের বজলার রহমান শিশু নিকেতন মোড় সংলগ্ন সরওয়ারদীর অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ মাদক উদ্ধার করা হয়।

এ ঘটনায় কালীগঞ্জ থানার এসআই ছানারুল হক বাদী হয়ে দি আর্মস অ্যাক্ট ধারায় মামলা দায়ের করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী জানতে পারে, ভোটমারী এলাকায় আহসান শহীদ সরওয়ারদীর অফিসে কিছু ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এরপর যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। বাহিনীর উপস্থিতি টের পেয়ে সরওয়ারদী দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

এ সময় সরওয়ারদীর প্যান্টের পকেট থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং রব্বানীর কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শয়নকক্ষের খাটের নিচে রাখা একটি প্লাস্টিকের সাদা বস্তা থেকে দেশীয় অস্ত্র— ব্যাটযুক্ত চাকু, স্টিলের চাপাতি, চাইনিজ কুড়াল, পুরাতন হাসুয়া, পুরাতন ছোরা ও বাটযুক্ত ধারালো ছোরাসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আহসান শহীদ সরওয়ারদী ও তার সহযোগী রব্বানী আটক হয়েছে। তাদের বিরুদ্ধে দি আর্মস অ্যাক্ট ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রেজা

×