ছবি: সংগৃহীত
নরসিংদী রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শান্তা (২৪) নামে একজন নিহত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান রাসেলের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শান্তা শাকিল খান এর স্ত্রী এবং শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেলের ছোট ভাইয়ের বউ।
স্বজনরা জানান, আজ দুপুর ১২ টার পরে একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে এসে হামলা চালায় এবং ঘরের চাবি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। চাবি না দেওয়ায় বাকবিতণ্ডতায় জড়ায় প্রতিপক্ষের লোকজন। পরে প্রতিপক্ষের লোকজন কাউকে না পেয়ে শান্তাকে গুলি করে চলে যায়। পরে স্বজনরা গুলিবিদ্ধ শান্তাকে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত মেডিকেল অফিসার ইসমাইল হোসেন রাজীব জানান, আমরা ওনাকে ২ টা ২৫ মিনিটে মৃত অবস্থায় রিসিভ করি। শান্তার পিছনে পিঠের দিকে গুলি লেগেছে বলে ধারণা করছি। সম্ভবত গুলিটা ভিতরে থাকতে পারে। ময়না তদন্তের পর আরো বিস্তারিত জানা যাবে। উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ।
মুহাম্মদ ওমর ফারুক