![সিরাজগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক সিরাজগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/2-2502071130.jpg)
ছবিঃ : দৈনিক জনকণ্ঠ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিল এলাকায় ৮১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় তাড়াশের চলনবিল এলাকার ৯ নম্বর ব্রিজ সংলগ্ন বন্ধন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান চালায় র্যাব-১২। অভিযানে ঢাকা থেকে রাজশাহীগামী একটি প্রাইভেট কার তল্লাশি করে ৮১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় ভোলা জেলার চরফ্যাশন থানার চরফ্যাশন গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী মো. জুয়েল বেপারী (৩২) কে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানের সময় গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ১টি প্রাইভেট কার এবং নগদ ১ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়েছে।
রেজা