ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

বাউফলের ছাত্রদলের বিতর্কিত কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব সংবাদদাতা,বাউফল,পটুয়াখালী।। 

প্রকাশিত: ১২:১৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫

বাউফলের ছাত্রদলের বিতর্কিত কমিটি বিলুপ্ত ঘোষণা

বাউফল উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয়  ছাত্র দলের দপ্তর সম্পাদক  মো. জাহাঙ্গীর   আলম বৃহস্পতিবার  রাতে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করেছেন।

ওই দিন রাত ১০ টায় জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে খুন,নারী হেনস্তা,সিনিয়র নেতাদের মারধর, নীরব চাঁদাবাজীসহ নানা ধরনের বিতর্কিত কার্মকাণ্ডের অভিযোগ ওঠে। 

যদিও কেন্দ্রীয় ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ন হওয়ায় ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে স্থানীয় নেতারা বলছেন ভিন্ন কথা। নানাধরণের বিতর্কে জড়ানোর কারণেই বাউফলের কমিটি বিলুপ্ত হয়েছে।

ছাত্রদল সূত্র জানায়,  বৃহস্পতিবার  সন্ধ্যায় বিএনপির দলীয় জনসভার পোস্টার টানানো এবং লিফলেট বিতরণ করতে পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের ২০-২৫ জন নেতা-কর্মী নাজিরপুর বাংলাবাজার  চৌমাথায় গেলে  সেখানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান ও তার ছেলে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রনির নেতৃত্বে বাধার সম্মুখীন হয় । একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে।

সংঘর্ষের সময় চারটি মোটরসাইকেল ভাংচুর করা হয় এবং আহত হয় অন্তত ২০ জন। 

এর আগে ৪ ফেব্রুয়ারি,পৌর ছাত্রদলের সদস্য সচিব সাদিকুজ্জামান রাকিবকে একান্ত সহযোগী পৌরসভার ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক বখাটে রায়হানুল ইসলাম রিদয়ের দ্বারা হেনস্তার স্বীকার হয়ে আত্মহত্যা করেন এক তরুণী। 

তরুণী হেনস্তার ঘটনায় পুলিশের হস্তক্ষেপ পছন্দ না হওয়ায় সাদিকুজ্জামান রাকিবকে নিয়ে থানায় গিয়ে পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণ করে রায়হান ইসলাম রিদয় ৷ 

এছাড়াও এ ঘটনায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের প্রকাশ্য হুমকি ধামকি দেয়া হয়। 

১৬ ডিসেম্বর রাকিব ও রিদয়ের নেতৃত্বে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমানকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।এঘটনার কিছুদিন না যেতেই কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিনকে প্রকাশ্যে মারধর করে উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মুজাহিদুল ইসলাম। 

এ ছাড়াও ৪নং ওয়ার্ড ছাত্রদল সাধারণ সম্পাদক রিদয়ের দাদা বেশি অপরাধ সংঘটিত হয়। দলের একাধিক সিনিয়রকে মারধর করার অভিযোগ রিদয়ের বিরুদ্ধে।

উপজেলা  ছাত্রদলের এক দায়িত্বশীল  নেতা পরিচয় গোপন রাখার সর্তে বলেন, ৫আগস্টের পরে বাংলাদেশের অহংকার তারেক রহমানের দেয়া সকল সিদ্ধান্ত তারা উপেক্ষা করেছে বাউফলের দুই কমিটির নেতা-কর্মীরা। 

আওয়ামী দোসর জাতীয় পার্টির সভাপতির ছেলে কিশোর গ্যাং সদস্য রিদয়কে প্রশ্রয় দিয়ে দলীয় পদ দিয়ে এই পর্যায়ে আনা হয়েছে। রিদয়ের কর্মকাণ্ডে আজ সারাদেশে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন হইলো। একাধিক অভিযোগ না থাকলে ঈদের পরে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হতো। 

আফরোজা

×