বরিশালের গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেক্যু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে ছাত্র-জনতার ব্যানারে ভাস্কর্যটি গুড়িয়ে দেওয়া হয়।এসময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়ালের আংশিক ভাঙচুর করা হয়। যদিও গত ৫ আগস্টের ভাঙচুরের ঘটনায় ভাস্কর্যের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল।
এদিকে ভাস্কর্য ভাঙচুরের সময় আশপাশে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি।
ভাস্কর্য গুড়িয়ে দেওয়ার সময় রাসেল হাওলাদার নামের এক ব্যক্তি নিজেকে চাঁদশী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে বলেন, “স্বৈরাচারের কারনে আমরা ১৭ বছর বাড়ি ঘরে থাকতে পারিনি। তাই আমরা চাই স্বৈরাচারের দোসর থাকতে পারবেনা। ওদের কোন ছবি, মূর্তি যাই হোক তা থাকতে পারবেনা। আমরা রাখবোনা। একে একে সবই ভেঙ্গে দেওয়া হবে।”
সাধারণ জনতা পরিচয় দিয়ে এক ব্যক্তি বলেন, “এদেশে শেখ হাসিনা যা কিছু করেছে তা অবৈধভাবে করেছে। সবকিছু তার বাবার নামে করছে। তার কোন অস্তিত্ব এই দেশে থাকুক আমরা চাইনা।”
নুসরাত