ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

ছাত্রদল নেতার চাঁদা দাবির অডিও ফাঁস, পদ থেকে বহিষ্কার   

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ও মাদারগঞ্জ সংবাদদাতা 

প্রকাশিত: ০২:৩৯, ৭ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্রদল নেতার চাঁদা দাবির অডিও ফাঁস, পদ থেকে বহিষ্কার   

নাজমুল ইসলাম খান

জামালপুরের মাদারগঞ্জে এক ছাত্রদল নেতার চাঁদা দাবির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে দলীয় থেকে বহিষ্কার করেন কেন্দ্রীয় ছাত্রদল। 

জানা গেছে, পদশ্রুত ছাত্রদল নেতা মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম খান। তার ৫ মিনিট ১৫ সেকেন্ডের অডিওতে শুনা যায় পদশ্রুত ছাত্রদল নেতা  নাজমুল ইসলাম খান ফোনের অপর প্রান্তে থাকা  ইউনিয়ন যুবলীগের রাজনীতিতে জড়িত উপজেলা শহরের এক ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করতে। 

বুধবার সকালে অডিওটি ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে পড়লে পরে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ছাত্র দলের প্যাডে ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম ও সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তে তাঁকে দলের থেকে বহিষ্কার করা হয়। এতে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত একটি পত্র প্রেরণ করা হয়।  

ওই ব্যবসায়ীর নাম মো. মনোহর। তিনি উপজেলার বালিজুড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য ও উপজেলা শহরের মুঠোফোন ব্যবসায়ী। ৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে। 
বিষয়টি নিশ্চিত হতে তাঁর  মুঠোফোনে যোগাযোগ করার জন্য চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। 

৫ মিনিট ১৫ সেকেন্ড অডিওতে ব্যবসায়ী ওই নেতার নাম জানতে চাইলে তিনি বলেন, ‘নাম? সাক্ষাতে কথা হবে। আর দুই (দুই লাখ টাকা) কালকে সকালবেলায় দিয়ে দিবা। শুনো, এখানে কোনো কথা হবে না, কোনো প্যাঁচাল হবে না, সাক্ষাতে এসে ডাইরেক্ট দিয়ে দিবা। 

জানতে চাইলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম খান মুঠোফোনে বলেন, ‘মাদারগঞ্জে গ্রুপিং রাজনীতি চলে। অডিওটি আমিও শুনেছি। ওই কণ্ঠ আমার না।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুলের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমি নিজে শুনেছি, বিষয়টি কেন্দ্রীয় নেতারাও জেনেছেন তাঁর বিরুদ্ধে সংগঠিক ব্যাবস্থা নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল।  

শহীদ

×