ছবি: সংগৃহীত
গাইবান্ধা শহরের এক নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে উচ্ছেদ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামী জিম বলেন, ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বর ভবন গুঁড়িয়ে দেওয়ার ধারাবাহিকতায় গাইবান্ধাতেও ফ্যাসিবাদের প্রতীক হিসেবে তারা এই কার্যালয় উচ্ছেদ করেছেন। তিনি বলেন, আমরা চাই, কোথাও যেন ফ্যাসিবাদের চিহ্ন না থাকে। ছাত্র-জনতা এভাবেই ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা রুখে দেবে।
তিনি আরও জানান, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়টি রেলওয়ের জায়গায় স্থাপিত হয়েছিল এবং দখলদারিত্বের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। আন্দোলনকারীরা চান, এখানে একটি পাবলিক টয়লেট নির্মাণ করা হোক।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার জানান, তিনি এ ধরনের কোনো ঘটনার খবর পাননি। তিনি বলেন, আমি বাড়িতে আছি, এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য আমার কাছে আসেনি।
তাবিব