ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

ট্রলির ধাক্কায় স্কুলছাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

প্রকাশিত: ২১:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২৫

ট্রলির ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ছবি: নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে সড়ক দুর্ঘটনায় তানিয়া আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় কাঞ্চননগর ইউনিয়নের শেনপাড়া, হাফেজ সওদাগরের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া উপজেলার কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। সে কাঞ্চননগর ইউনিয়নের ১নং ওয়ার্ড, ধুরুং ফিরানী গ্রামের জামালের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তানিয়া তার মা ও বোনসহ ব্যাটারিচালিত অটোরিকশায় স্থানীয় আব্দুল মোনায়েম হাসপাতালের দিকে যাচ্ছিল। এ সময় বেপরোয়া গতির বালুবাহী একটি ট্রলি তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়লে দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেজা

×