ছবি: নিজস্ব সংবাদদাতা, শিবালয়, মানিকগঞ্জ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে মানিকগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে। শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনকণ্ঠকে জানান, ৫ আগস্ট পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলায় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
রেজা