ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

মীরসরাইয়ে তিন দিনেও মাদ্রাসা শিক্ষার্থীর খোঁজ মেলেনি

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:১৯, ৬ ফেব্রুয়ারি ২০২৫

মীরসরাইয়ে তিন দিনেও মাদ্রাসা শিক্ষার্থীর খোঁজ মেলেনি

ছবি: দৈনিক জনকণ্ঠ

চট্টগ্রামের মীরসরাইয়ে ১৫ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী নাফিজা জান্নাত রাখি বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। তিন দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (০৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়তাকিয়া জাহিদিয়া মাদ্রাসায় আসার পথে নিখোঁজ হয় রাখি। তার পরিবার মীরসরাই থানায় সাধারণ ডায়েরি করেছে।

নিখোঁজ রাখির পিতা নাছির উদ্দিন জানান, রাখিকে মাদ্রাসা যাওয়ার সময় অপহরণ করা হয়েছে। তিনি বলেন, "রাখি এবার দশম শ্রেণিতে উঠেছে। এক বছর আগে কিছু বখাটে ছেলেরা তাকে নিয়মিত হয়রানি করতো।" নাছির উদ্দিন আরো জানান, "তার ছোট মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।"

এ বিষয়ে কথা বলার জন্য বড়তাকিয়া জাহিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, মেয়েটিকে খুঁজে বের করার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। নিখোঁজের পর থেকে তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রেজা

×