![পাটুরিয়া ফেরির পন্টুন থেকে নদীতে পড়ে হকারের মৃত্যু পাটুরিয়া ফেরির পন্টুন থেকে নদীতে পড়ে হকারের মৃত্যু](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/hokar-2502061358.jpg)
ছবি: দৈনিক জনকণ্ঠ
মানিকগঞ্জের পাটুরিয়া ৪ নম্বর ফেরি ঘাটের পন্টুন থেকে যমুনা নদীতে পড়ে গোলাই মোল্লা (৫০) নামে এক ডিম বিক্রেতা হকারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে এই দুঃখজনক ঘটনা।
স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় এক ঘণ্টা ব্যাপী তল্লাশি চালিয়ে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে। আরিচা স্থল কাম পাটুরিয়া নৌ-ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পাটুরিয়া ৪ নম্বর ফেরি ঘাটের পন্টুন থেকে এক ব্যক্তি হঠাৎ নদীতে পড়ে গিয়ে ডুবে যান। খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় এক ঘণ্টা পর নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত গোলাই মোল্লার বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ ৭ নম্বর ফেরি ঘাট এলাকায়। তার পরিবার জানায়, তিনি মৃগি রোগে আক্রান্ত ছিলেন।
রেজা