বাউফলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খননেন ভিত্তিপ্রস্তর স্থাপনের নামফলকটি ভেঙে ফেলা হয়েছে। আওয়ামী লীগের শাসন আমলে এ নামফলকটি ভেঙে ফেলা হয়। যদিও সেখানে নামফলকের ভিত্তিপ্রস্থরটি এখনও কালের সাক্ষ্য বহন করছে।
জানা গেছে, বাংলাদেশ জাতীয়াতাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে ৬ ফেব্রুয়ারি বাউফলে সফরে আসেন। এসময় তিনি মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের চৌমোহনী একটি খাল খননের উদ্বোধন করেন। ওইসময় চৌমোহনী ও নাজিরপুর ব্রিজের পশ্চিম পাশে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন এই ভিত্তিপ্রস্থরের উপর কাপড় সরিয়ে খাল খননের শুভ উদ্বোধন করেন।
বর্তমানে এ খালটি সরকারি ম্যাপে কালাইয়া-বাউফল ও নুরাইনপুর খাল নামে পরিচিত। বিএনপির শাসন আমলে এই ভিত্তিপ্রস্থরটি অক্ষত থাকলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসার কয়েক বছর পরই ভিত্তিপ্রস্থরের সেই নামফলকটি ভেঙে ফেলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, চৌমোহনী এলাকার কয়েকজন আওয়ামী লীগের কর্মীরা ভিত্তিপ্রস্তর থেকে নামফলকটি ভেঙ্গে ফেলেন।
খালটি এক সময় খরস্রোত থাকলেও কালের আবর্তে যৌবন হারাচ্ছে। এই খালের দুই পারে জমি দখল করে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করায় খালটি ছোট হয়ে গেছে এবং পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অলিয়ার রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই খালটি খানসহ ওই সময়ে উদ্বোধনের তারিখ ও সাল দিয়ে ভিত্তিপ্রস্তরের ওপর একটি নামফলক স্থাপনের দাবি জানিয়েছেন।
সজিব