ঢাকার কেরানীগঞ্জের আটি বাজারের ভেজাল বিরোধী অভিযানে ৪ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,সহকারী পরিচালক, ফাহমিনা আক্তারের নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বাজার ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা ও কয়েকটি মুদি ও মাংসের দোকানকে সতর্ক করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, ফাহমিনা আক্তার বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় মিষ্টির দোকান ও মুদি দোকান পণ্যের মূল্য তালিকা না থাকায় তাদের জরিমানা করা হয়। মুদি দোকান গুলোতে যথাযথভাবে মূল্য তালিকাও টানানো হয়নি।এ সময় মূল্য তালিকা না টানানো ও বেশি দামে পণ্য বিক্রি করায় বেশ কয়েকটি দোকানিকে সতর্ক করা হয়।
সাজিদ