ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

গফরগাঁওয়ে বিষাক্ত হুইসকি খেয়ে ৩ জনের মৃত্যু

নিজস্বসংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ।

প্রকাশিত: ১৬:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০২৫

গফরগাঁওয়ে বিষাক্ত হুইসকি খেয়ে ৩ জনের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে মদ্যপানে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মদি পাড়া গ্রামে ঘটনাটি ঘরে। 

মদ্যপানে মৃত্যুবরণ কারীরা হলেন উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে সুমন মিয়া (৩৫), একই ইউনিয়নের তামাদি পাড়া কিতাব আলীর ছেলে আব্দুল জলিল (৫৩) এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলার সদর উপজেলা সোহেলপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৫০)। গফরগাঁও থানার ওসি জানান নিহতদের একজন  ব্রাহ্মণবাড়িয়া থেকে বিষাক্ত হুইস্কি নিয়ে বুধবার গভীর রাতে পান করে। পরে বৃহস্পতিবার  সকালে গফরগাঁও  হাসপাতালে নিলে সুমন নামে একজন মারা যায় বাকি দুজনকে ময়মনসিংহ হাসপালালে পাঠানো হয় ওখানেই নিজাম ও জালাল মারা যায়। 

গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলাম আরও জানান ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থাগ্রহণ  করা হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর দুই জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এবং একজন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মৃত্যু হয়।

বিষয়টি  নিশ্চিত করেন গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলাম।

আসিফ

×