ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

অটোরিকশা চুরি হওয়ায় চালকের আত্মহত্যা

প্রকাশিত: ১৩:৩৮, ৬ ফেব্রুয়ারি ২০২৫

অটোরিকশা চুরি হওয়ায় চালকের আত্মহত্যা

ছবি : সংগৃহীত

অটোরিকশা চুরি হওয়ার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন চালক। জানা গেছে ওই চালকের নাম রাকিবুল ইসলাম (২৮)। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

চার দিন আগে কাকরাইলে প্রতারক চক্র কিছু খাইয়ে তাকে রাস্তায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা করিয়ে বাসায় নেয়া হয়। এরপর থেকে সে হতাশাগ্রস্ত অবস্থায় ছিল। 

এমন ঘটনার পর গতকাল বিকেলে তিনি নিজের ঘরে গলায় ফাঁস দেন। পরে রাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রাকিবুলের ৮ মাসের একটি মেয়ে সন্তান রয়েছে। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার মেওয়ারি গ্রামে।

শিলা ইসলাম

×