ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

এবার ভাঙ্গা হচ্ছে ওবায়দুল কাদেরের বাড়ি!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৩:২৮, ৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৩:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৫

এবার ভাঙ্গা হচ্ছে ওবায়দুল কাদেরের বাড়ি!

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নোয়াখালী জেলার সমন্বয়করা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তারা বলেন, "নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা।"

ওবায়দুল কাদেরের জন্ম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে, যেখানে তার বাবা-মায়ের কবর রয়েছে। এর আগে ৫ আগস্ট, আন্দোলনকারীরা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। বাড়ির ভেতরে লুটপাটেরও ঘটনা ঘটেছে।

বর্তমানে, ভাঙ্গা হচ্ছে ওবায়দুল কাদের এর বাড়ি। বাড়ির চারপাশে থমথমে পরিবেশ এবং স্থানীয়রা বাড়িটি দেখার জন্য ভিড় করছে।  

 

সূত্র : https://www.facebook.com/share/r/18YBPa519j/

জাফরান

×