ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

সাবেক সংসদ সদস্য শিমুলের জান্নাতি প্যালেসে অগ্নিসংযোগ,অতঃপর ডিজে পার্টি

কালিদাস রায়, নাটোর জেলা:

প্রকাশিত: ১২:১৪, ৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:১৬, ৬ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক সংসদ সদস্য শিমুলের জান্নাতি প্যালেসে অগ্নিসংযোগ,অতঃপর ডিজে পার্টি

নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে অগ্নিসংযোগ ও ভাংচুর চালিয়েছে ছাত্র-জনতা।পরে তারা বিক্ষোভ করে।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। সেখান থেকে মাইক নিয়ে মিছিল করতে করতে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের কান্দিভিটাস্থ জান্নাতি প্যালেসে যায় তারা। পরে রাত ১২টার দিকে তারা এমপি শিমুলের বাসায় ভাংচুর ও আগেই পুড়িয়ে ফেলা একটি গাড়িতে ও বারান্দায় অগ্নিসংযোগ চালিয়ে বিক্ষোভ করতে থাকে। এছাড়া সেখানে ডিজে গান বাজিয়ে নাচানাচি করেন অনেকে। ঘন্টাঘানেক সেখানে অবস্থান করার জান্নাতি প্যালেস ত্যাগ করে ছাত্র-জনতা।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মাহাবুর রহমান জানান, আসলে বাড়িটিতে তো কিছুই নেই। জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা সেখানে ছিল। তারা ডিজে পার্টি করেছে বলে শুনেছি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই আলোচিত এমপি শিমুলের জান্নাতি প্যালেসে আগুন দিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। অগ্নিকান্ডের পরের দিন ওই বাসা ভবন থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আর একজনের মৃত্যু হয়।

আফরোজা

×