![মধ্যরাতে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করলো এনএসআই! মধ্যরাতে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করলো এনএসআই!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-31-2502060259.jpg)
মধ্যরাতে অভিযান চালিয়ে চট্টগ্রামের পটিয়া থেকে বিপুল সেগুন কাঠ জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খরনা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সেগুন কাঠ জব্দ করা হয়েছে। এসময় এনএসআইর সঙ্গে ছিলেন থানা পুলিশ ও বনবিভাগের কর্মকর্তা। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি।
জানা গেছে, চলতি মওসুমে উপজেলার পাহাড়ের বিভিন্ন বাগান থেকে গাছ কাটার উৎসব শুরু হয়েছে। সম্প্রতি মানবাধিকার ও পরিবেশবাদী একটি সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টে একটি রিট করেন। এতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ রিট আবেদন শুনানি করেন এবং কাছ কাটার আগে সংশ্লিষ্টদের কাছ থেকে অনুমতি নেওয়ার শর্ত রেখে একটি রায় ঘোষনা করেন।
কিন্তু পটিয়ায় শর্ত না মেনে পাহাড় থেকে গাছ কেটে মজুদ করার সংবাদ পেয়ে এনএসআইর বিশেষ টিম অভিযান চালিয়ে বিপুল সেগুন কাঠ জব্দ করে। জব্দকৃত ৪ ট্রাক সেগুন কাঠ বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় বন আইনে একটি মামলা করা হয়েছে।
পটিয়া বন রেঞ্জ কর্মকর্তা মো: এমদাদুল হক, বিট কর্মকর্তা রহমত আলীসহ পটিয়া থানা পুলিশ এনএসআইকে সহযোগিতা করেন।
আফরোজা