ছবি : সংগৃহীত
বগুড়ার জলেশ্বরীতলায় ‘লাইফ ওকে’ নামের একটি পোশাক বিক্রির শো-রুম উদ্বোধন উপলক্ষে মাত্র ৫০ টাকায় টি-শার্ট দেওয়ার ঘোষণায় হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে ছাড়ের এই খবর ছড়িয়ে পড়ার পর শো-রুমের সামনে হাজারো মানুষের ভিড় জমে যায়, যা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে লাঠিচার্জ করতে হয়।
বিরাট ভিড় ও যানজট
‘লাইফ ওকে’ প্রথমবারের মতো বগুড়ায় তাদের শো-রুম চালু করতে গিয়ে ফেসবুকে ছাড়ের ঘোষণা দেয়। ৫০ টাকায় টি-শার্ট, ১০০-১৫০ টাকায় শার্ট এবং আড়াইশ টাকায় এক্সপোর্ট কোয়ালিটির সোয়েটার কেনার সুযোগ পেয়ে হাজারো ক্রেতা ভিড় করেন। সকাল থেকেই জলেশ্বরীতলা এলাকার রাস্তা বন্ধ হয়ে যায়। মানুষের চাপে আশপাশের দোকানপাটও বন্ধ করতে বাধ্য হন ব্যবসায়ীরা।
সেনাবাহিনীর হস্তক্ষেপ
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয়। প্রথমে ক্রেতাদের সরে যেতে অনুরোধ করা হলেও কাজ না হওয়ায় লাঠিচার্জ শুরু করা হয়। দুই দফা লাঠিচার্জের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
মারপিট ও শো-রুম বন্ধ
এরপর শো-রুমটি খুলে দেওয়া হলে ক্রেতারা আবার হুমড়ি খেয়ে পড়েন। এতে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্ষিপ্ত বিক্রেতারা ক্রেতাদের সঙ্গে হাতাহাতি শুরু করেন।
অবশেষে সেনাবাহিনীর উপস্থিতিতে দ্রুত শো-রুমটি বন্ধ করে দেওয়া হয়। ভেতরে থাকা ক্রেতাদের বের করে দিয়ে শো-রুমটি আগামী সাতদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিস্থিতি এখন শান্ত
সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ব্যবসায়িক ছাড় নিয়ে এমন বিশৃঙ্খল পরিস্থিতি পুনরাবৃত্তি রোধে স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে।
মো. মহিউদ্দিন