ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

চট্টগ্রামে শেখ পরিবারের ম্যুরাল ভাঙচুর

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৩:৩৯, ৬ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামে শেখ পরিবারের ম্যুরাল ভাঙচুর

শেখ পরিবারের ম্যুরাল ভাঙচুর

চট্টগ্রামে নগরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ছবি সংবলিত ম্যুরাল ভাঙচুর করেছে ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরীর জামালখান মোড়ে দেয়ালে স্থাপন করা এসব ম্যুরাল ভাঙচুর করে ছাত্রজনতা।

এর আগে, ‘ছি ছি হাসিনা তোর জ্বালাই বাঁচি না’, ‘মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ’ , খুনি হাসিনার আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ এমন স্লোগান দিয়ে মিছিল নিয়ে আসে ‘ছাত্র-জনতা’। তাদের কয়েকজনের হাতে মশাল ছিল।

জানা গেছে, জামালখান চত্বর থেকে চকবার দিকে যেতে দেয়ালে স্থাপন করা ম্যুরালে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও শেখ পরিবারের কয়েকজনে ছবি রয়েছে। সেই ছবিগুলোতে ছাত্রজনতার একটি মিছিল এসে ভাঙচুর করে। এসময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আওয়ামী লীগের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ স্লোগানে হাতুড়ি দিয়ে ম্যুরাল ভাঙতে শুরু করে।

পরে তাদের কয়েকজন বক্তব্য দেন। তারা বলেন, আমরা এদেশে মুজিববাদ পুরোপুরি মুছে ফেলতে চাই। ফ্যাসিবাদ নিপাত যাক। আমরা সেই ক্ষোভ থেকে মুজিবের সব ছবি ভেঙে ফেলছি।

তাদের একজন বলেন, শেখ হাসিনা মামার বাড়ি দিল্লি গিয়ে কি বক্তব্য রাখবেন ছাত্রসমাজের বিরুদ্ধে। আমরা ছাত্রজনতা এমনি এমনি কী রক্ত দিয়েছি।

শহীদ

×