বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু মানুষ সংস্কারের কথা বলে সব ধরনের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। সংস্কারের কথা বলে দেরি করাটা ষড়যন্ত্র কিনা দেখতে হবে। বুধবার বিকেলে ফেনীর সোনাগাজী ছাবের মোহাম্মদ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবারের আয়োজনে জনসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে এসবের লাগাম টানতে হবে। এসব বন্ধ করতে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।
জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুু বলেন, ১৭ বছর আমাদের শ্রম-ঘামের আন্দোলনের পর ৫ আগস্টের এই সফলতা। আমরা যখন নির্যাতনের শিকার হয়েছি তখন কেউ আন্দোলন-সংগ্রামে ছিল না, একমাত্র আমরাই ছিলাম।
এ সময় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতকে উদ্দেশ করে বলেন, ইসলামের নামে রাজনীতি করেন। নির্বাচনে যাবেন না বলেও বিগত নির্বাচনে শেখ হাসিনার আঁচল ধরে গেছেন। প্রত্যেকটি সময় জনগণের সঙ্গে মুনাফেকি করেছেন। অথচ আপনারা ইশারা-ইঙ্গিতে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছেন।
যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, হাসিনা ও তার সাঙ্গোপাঙ্গদের বিচার খুব স্লো চলছে। এই সরকার শেষ পর্যন্ত বিচার সমাপ্ত করবেন কি না সন্দেহ রয়েছে। এই সরকার শেখ হাসিনার বিচার না করলে জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় এলে তাদের বিচার করবে।
পরে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সোনাগাজীতে ৯ বছর আগে ক্রসফায়ারে হত্যার শিকার যুবদল নেতা মাসুদের পরিবারকে ঘরের চাবি তুলে দেন এবং ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলায় গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক অনুদান তুলে দেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ভিপি জয়নাল আবেদীনসহ নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।