ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

নতুন বই প্রকাশে গতি, মানসম্পন্ন প্রকাশনার খোঁজ

জনকণ্ঠ ফিচার

প্রকাশিত: ২৩:২৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫

নতুন বই প্রকাশে গতি, মানসম্পন্ন প্রকাশনার খোঁজ

অমর একুশে বইমেলায় আশা কয়েকটি নির্বাচিত বইয়ের প্রচ্ছদ

বইমেলায় বই-ই শেষ কথা। অগণিত স্টল প্যাভিলিয়ন বই দিয়ে সাজানো। বিগত দিনে প্রকাশিত সব বইতো আছেই, সেইসঙ্গে প্রতিদিন নতুন নতুন বই আসছে। পাঠ অযোগ্য বইয়ের পরিমাণও নেহাত কম নয়। বিশেষ করে এবার জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর বাইরে গিয়ে অনেককে জায়গা করে দেওয়া হয়েছে মেলায়। ফলে মানসম্পন্ন বই খুঁজে বের করার জন্য আলাদা করে সময় দিতে হচ্ছে পাঠককে।

বিশাল সংগ্রহ থেকে নিজের কোন বইটি চাই, কোনগুলো চাই, খোঁজ করতে হচ্ছে। প্রায়শই দেখা যাচ্ছে পছন্দের বইটি কোনো প্রকাশনা প্রতিষ্ঠান থেকে এসেছে সে তথ্য পাঠকের কাছে নেই। ফলে এক স্টলের বই অন্য স্টলে খুঁজে ক্লান্ত হচ্ছেন তারা। কেউ কেউ আবার মানসম্পন্ন বা বেস্টসেলার বই কোনগুলো প্রশ্ন করে জানতে চাইছেন। অমর একুশে বইমেলার পঞ্চম দিনে বুধবার পাঠকদের সঙ্গে কথা বলে এমন ধারনা হয়েছে।

মগবাজার থেকে আসা নুসরাত নামের এক তরুণী বলছিলেন, মেলাটা আসলে বেশি বড় হয়ে গেছে। যারা শুধু বই সংগ্রহ করতে আসেন তাদের জন্য এটা সমস্যা। অযথা বড় না করে মানসম্পন্ন বইয়ের প্রকাশকদের স্টল দেয়ার পক্ষে মত দেন তিনি। 
সাব্বির হোসেন নামের আরেক পাঠক এসেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। তিনি বলছিলেন, পুরো মেলাটাই মোটামুটি  ঘুরে দেখে ফেলেছি। তবে বেশিরভাগ স্টলে ভালো বইয়ের অভাব। দিনশেষে চেনা প্রকাশনা প্রতিষ্ঠান থেকেই বই কিনেছেন বলে জানান তিনি। 
অবশ্য বিশাল মেলাÑ এ ব্যাপারটিও অনেকে উপভোগ করেন। তানিয়া নামের মাঝবয়সী এক নারী অকপটেই বললেন, আমরা তো বই তেমন পড়ি না। বেড়াতেই আসি। বড় জায়গা হওয়ায় ঘুরতে ঘুরতে সময় কেটে যায়!    
এদিকে, মেলায় প্রতিদিনই আসছে নতুন বই। নতুন বই প্রকাশে গতি এসেছে। পঞ্চম দিনে বুধবার একাডেমির নথিভুক্ত হয়েছে  আরও ৯৮টি নতুন বই। এসবের মধ্যে রয়েছে উপন্যাস গল্প কবিতাসহ নানা বিষয়ে লেখা বই।
নির্বাচিত বই ॥  মেলায় এখন পর্যন্ত আসা বইগুলো থেকে কিছু বইকে আমরা নানা বিবেচনায় আলাদা করতে পেরেছি। নির্বাচিত পাঁচটি বইয়ের তথ্য পাঠকের জন্য তুলে ধরা যাক। 
অন্তর্গত রবীন্দ্রভাবনা ॥ সাদ কামালীর বই। মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত বইয়ে রবীন্দ্রনাথকে নানা দৃষ্টিকোণ থেকে আবিষ্কারের চেষ্টা লক্ষ্য করা যায়। কবিগুরুর সৃষ্টিকর্মের বহুমাত্রা বহু আঙ্গিকের ভেতর থেকেই খোঁজা হয়েছে তাঁকে। মানুষ রবীন্দ্রনাথের মানস ও মনের একটি পাঠ হিসেবে নেয়া যায় বইটিকে। বইয়ে যে বিষয়গুলোতে আলো ফেলা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে মর্মবেদনার মরমিয়া সুর ও স্বরের গীতাঞ্জলি।

রবীন্দ্রনাথের ধর্ম কবির ধর্ম। দুর্ভিক্ষের পীড়া ও রবীন্দ্রনাথ। জন্মনিয়ন্ত্রণ আন্দোলনে রবীন্দ্রনাথ। ভারতীয় সৈন্যের বিদেশে দাসবৃত্তি ও রবীন্দ্রনাথ। গান্ধীজির চরকা স্বরাজসাধন ও রবীন্দ্রনাথ। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ও রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের বিবাহ-ভাবনা। পুরাণের অনন্য চিত্রাঙ্গদা রবীন্দ্রকাব্যে। স্ত্রী মৃণালের বুদ্ধি ও রবীন্দ্রনাথ। প্রেম ভাষা ও রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের পুরাণ উপলব্ধি ও  পৌরাণিক আখ্যানের নবরূপায়ণ। প্রিয় রবি : মা সারদা দেবীর  খোলাপত্র। ৩২৬ পৃষ্ঠার বইয়ের মূল্য ৪৮৮ টাকা। 
রোকেয়া প্রয়াণলেখ ॥ বেগম রোকেয়াকে নিয়ে লেখার সংকলন। প্রকাশ করেছে পাঠক সমাবেশ। সংকলন সম্পাদনা ও ভূমিকা লেখার কাজ করেছেন আবুল হাসান চৌধুরী। সমসাময়িকপত্রের সাক্ষ্য ও অন্যান্য সূত্র থেকে বেগম রোকেয়াকে তুলে ধরার চেষ্টা হয়েছে বইতে। মূল্য ৯৯৫ টাকা।

গারো জাতি সত্তা ॥ প্রকাশনা প্রতিষ্ঠান আগামীর বই। সম্পাদনা করেছেন মুস্তাফা মাজিদ। লেখক অনেক দিন ধরেই বাংলাদেশের বিভিন্ন জাতি সত্তার সঙ্গে মিশছেন। তাদের নিয়ে গবেষণা ও লেখালেখি করছেন। লেখার কোনো কোনো ক্ষেত্রে পুনরাবৃত্তি ঘটছে বটে, যুক্ত হচ্ছে নতুন তথ্যও। ‘গারো জাতিসত্তা’ পড়ে  গারো সম্প্রদায়ের জীবন ও সংস্কৃতি সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা পেতে পারেন পাঠক। বইয়ের মূল্য ৫৫০ টাকা।   
আবুল হাসানের স্মৃতি ॥ আবুল হাসান বাংলা কবিতার খুব বিখ্যাত একটি নাম। তাঁর কবিতা এখনও আবৃত্তির মঞ্চে ভীষণ জনপ্রিয়। ‘ঝিনুক নীরবে সহো/ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সহে যাও/ভিতরে বিষের বালি, মুখ বুজে মুক্তা ফলাও...।’  মুখ বুজে মুক্তা ফলিয়েছিলেন আবুল হাসান। আরেক জনপ্রিয় কবি আবিদ হাসান লিখেছেন সেই কথা। পুরনো লেখা বটে। নতুন করে প্রকাশ করেছে ঐতিহ্য। মূল্য  ১৫০ টাকা। 
আচার্য ও তার অলীক পা-ুলিপি ॥ স্বকৃত নোমানের উপন্যাস। প্রকাশ করেছে অন্যপ্রকাশ। তরুণ এই কথাশিল্পীর বিগত দিনের রচনা তার প্রতি বিদগ্ধ পাঠকের আগ্রহ বাড়িয়েছে। এ বইটিও সেই আগ্রহ ধরে রাখবে, আশা করা যায়।   
মূল মঞ্চের আলোচনা ॥ এদিন বইমেলার মূলমঞ্চে ছিল ‘হোসেনউদ্দীন হোসেন : প্রান্তবাসী বিরল সাহিত্য-সাধক’ শীর্ষক আলোচনা। এতে প্রবন্ধ উপস্থাপন করেন আহমেদ মাওলা। আলোচনা করেন আবুল ফজল। সভাপতিত্ব করেন শহীদ ইকবাল। প্রাবন্ধিক বলেন, গভীর জীবনবোধ, ইতিহাস-চেতনা এবং প্রাগ্রসর চিন্তাশক্তি হোসেনউদ্দীন হোসেনকে সৃষ্টিশীল ও বিরল সাহিত্য-ব্যক্তিত্বে পরিণত করেছে। কৃষক পরিবারের সন্তান হিসেবে তিনি নিজেকে কৃষক পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন।

হোসেনউদ্দীন হোসেনের কর্মজীবন যেমন বৈচিত্র্যময়, লেখালেখির ক্ষেত্রেও ছিলেন বহুমুখী। কবিতা, গল্প, উপন্যাস, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জীবনীমূলক রচনা ইত্যাদি বিষয়ে স্বতন্ত্র চিন্তার মৌলিকগ্রন্থ রয়েছে তাঁর। গভীর জীবনবোধ ও বাস্তবতার বিনির্মাণ, রূপক তৈরির কুশলতা তাঁকে কালোত্তীর্ণ শিল্পীর মর্যাদায় অভিষিক্ত করেছে। তিনি ইতিহাসের দায়বদ্ধতা থেকে নিবিড় পর্যবেক্ষকের দৃষ্টিতে বাংলার সংগ্রামী চেতনাকে দেখেছেন। 
লেখক বলছি মঞ্চ ॥ এই মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি রেজাউদ্দিন স্টালিন এবং কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শিবলী আজাদ।

×