![রাবির দুই হলে ভাঙচুর, বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন রাবির দুই হলে ভাঙচুর, বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/19-20-2502051619.jpg)
ছবি: দৈনিক জনকন্ঠ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভেঙে নতুন নাম 'বিজয়-২৪' দিলেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। পরে নির্মানাধীন এ এইচ এম কামারুজ্জামান হলেরও নামফলক ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। আজ রাত ৯টার দিকে এ কর্মসূচি পালন করেন তারা।
সরেজমিনে দেখা যায়, রাত ৯টা বাজতেই দলে দলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে উপস্থিত হয়। পরে তারা হলটির নামফলক, উদ্ভোদনী ফলকসহ শেখ মুজিবের চিহ্ন সম্বলিত স্থাপনাগুলো রড, হাতুড়ি, কোদাল দিয়ে ভেঙে দেয়। এ সময় তারা হলটির নতুন নাম 'বিজয় ২৪' রাখেন। এরপর রাত পৌনে ৯টার দিকে তারা নির্মানাধীন এ এইচ এম কামারুজ্জামান হলেরও নামফলক ভেঙে ফেলেন। এ ছাড়াও পরবর্তীতে তারা নির্মানাধীন শেখ হাসিনা হল ও শেখ ফজিলাতুন্নেছা হলের দিকে যাওয়ার ঘোষণা দেয়।
কম্পিউটার সাইন্স প্রকৌশল বিভাগের নাজমুল বলেন, 'নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও তার চিহ্নের কোনো জায়গা দেওয়া হবে না। ফ্যাসিবাদের এ সকল চিহ্ন মুছে দিতে আজকে আমাদের এ কর্মসূচি পালন করা হচ্ছে।'
মুহাম্মদ ওমর ফারুক