ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

আওয়ামী চেয়ারম্যানকে ধরতে গিয়ে পুলিশসহ আহত ১৫

নিজস্ব সংবাদদাতা,ফটিকছড়ি

প্রকাশিত: ২১:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী চেয়ারম্যানকে ধরতে গিয়ে পুলিশসহ আহত ১৫

ছবি: সংগৃহীত

হাটহাজারীর ধলই ইউনিয়নের চেয়ারম্যান  আবুল মনসুরকে গ্রেফতার করতে গিয়ে তার সমর্থকদের তোপের মুখে পড়েছে ডিবি পুলিশ। এসময় ডিবি পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ জন পুলিশ সদস্যসহ  গুরুতর আহত  হয়েছেন ১৫ জন।এতে  স্থানীয় এক মহিলা গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। তবে ওই চেয়ারম্যানকে আটক করে থানায় নিয়ে যায় ডিবি পুলিশ। বুধবার  বিকাল ৩টার দিকে উপজেলার কাটিরহাট বাজারস্থ ধলই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  

ঘটনায় আহতরা হলেন, ইমরান(৩০),জামাল উদ্দিন (২৫), সাজেদুল ইসলাম (৪৫), শাহাদাত ডালি ( ৩০), আবু কাউসার ( ৩৮), ইসকান্দর (৫১) ও জান্নাত শিরিন (৫৪)সহ ১৫ জন। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুর কে গ্রেফতার করতে বিকাল ৩টার দিকে হাইচ গাড়ি নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ঘিরে রাখেন ডিবি পুলিশের একটি টিম। ডিবি পুলিশ গ্রেফতার করা আবুল মনসুর কে গাড়িতে তোলার পর চেয়ারম্যান সমর্থকরা রাস্তায় নেমে আসে। এ সময় তারা ডিবি পুলিশের গাড়ি থেকে চেয়ারম্যান কে ছিনিয়ে নিতে চেষ্টা করে  এবং ডিবি পুলিশের উপর হামলা চালায় এমনকি পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়। পরে জনতার হামলা থেকে বাঁচার জন্য পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করতে চেষ্টা করে। 

এর প্রতিবাদে চেয়ারম্যান সমর্থকরা কাটিরহাট বাজার এলাকায় চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ৪৫ মিনিট পর্যন্ত অবরোধ করে রাখে। এসময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও র্যাব পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।


হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ঘটনাস্থলে আছি, পরে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে। উল্লেখ্য, হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের চেয়ারম্যান আবুল মনসুরের নামে হাটহাজারী ও রাউজান

মুহাম্মদ ওমর ফারুক

×