ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

মণিরামপুরে স্কুলের শহীদ মিনার ভেঙে ওয়াশ ব্লক নির্মাণ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ২০:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫

মণিরামপুরে স্কুলের শহীদ মিনার ভেঙে ওয়াশ ব্লক নির্মাণ

ছবি : সংগৃহীত

মণিরামপুরে প্রায় ৩০ বছর আগে স্থাপিত শহীদ মিনার ভেঙে ওয়াশরুম করার অভিযোগ উঠেছে। উপজেলার কুশোরীকোনা-কামিনীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রশিদ ‘আপত্তি-নিষেধ’ উপেক্ষা করে এই কাণ্ড ঘটিয়েছেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
তবে প্রধান শিক্ষকের দাবি মাঠে পানি জমে থাকায় জায়গা সংকটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দকৃত এই ওয়াশব্লক করা হয়েছে। আগামী শহীদ দিবসের আগেই তিনি নতুন করে শহীদ মিনার নির্মাণের আশ্বাস দিয়েছেন। মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান জানান, নিষেধ করার পরও ওই প্রধান শিক্ষক আব্দুর রশিদ কর্ণপাত করেননি। আপত্তি নিষেধ উপেক্ষা করে তিনি শহীদ মিনার ভেঙে ওয়াশব্লক তৈরি করেছেন। এজন্য তিনি উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগও দিয়েছেন।
তবে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, মাঠে পানি থাকায় জায়গা সংকটে ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের মতামতের ভিত্তিতে শহীদ মিনার ভেঙে ওয়াশব্লক করা হচ্ছে। অচিরেই নতুন করে একটি শহীদ মিনার করা হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, শহীদ মিনার ভেঙে ওয়াশব্লক তৈরির অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×