ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

কলাপাড়ায় সাংবাদিককে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২০:৫২, ৫ ফেব্রুয়ারি ২০২৫

কলাপাড়ায় সাংবাদিককে কুপিয়ে জখম

ছবি : সংগৃহীত

কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাংবাদিক  জহিরুল ইসলাম মিরণকে সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়েছে। তার বাম হাতের রগ কেটে দেওয়া হয়েছে। মাথা-কপালে, বুকে ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে। এক পর্যায়ে অচেতন অবস্থায় তার বাসার সামনে ফেলে রাখা হয়। মঙ্গলবার মধ্যরাতে কুয়াকাটার তুলাতলীতে মহাসড়কের পাশের নিজ বাসার সামনে মিরণ এমন হামলার শিকার হন। বাড়ির লোকজনসহ স্থানীয়রা তাকে শঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কুয়াকাটা, কলাপাড়া হাসপাতালে জরুরি চিকিৎসা শেষে বরিশাল প্রেরণ করেন। সেখান থেকে বুধবার ভোরে ঢাকায় নিয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার দুপুরে কুয়াকাটায় মানববন্ধন সমাবেশ করা হয়েছে। কুয়াকাটা প্রেস ক্লাবের উদ্যোগে বুধবার দুপুরে  এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক হোসাইন আমির, কয়াকাটা পৌর জামায়াতের আমির শহিদুল ইসলাম।

×