ছবি : সংগৃহীত
আলু সংরক্ষণে হিমাগার কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলুফেলে আহাজারি করেছেন ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা। এ সময় দাম কমিয়ে পূর্বের মূল্য নির্ধারণের জন্য আল্টিমেটাম দিয়েছেন তাঁরা।
বুধবার দুপুরে সদর উপজেলার ঢোলারহাটে ঠাকুরগাঁও-রুহিয়া সড়কে আলু ফেলে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় অনেক কৃষককে আহাজারি করতেও দেখা যায়।
বিক্ষুব্ধ কৃষকরা আর্তনাদ করে বলেন, প্রতি কেজি আলু সংক্ষণের জন্য আগে হিমাগারগুলোকে ৪/৫ টাকা ভাড়া দিতে হতো। এবার তা দ্বিগুণ বৃদ্ধি করে ৮ টাকা নির্ধারণ করেছেন হিমাগার মালিকরা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রুহিয়া থানা কৃষকদলের সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ইসারুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম, রুহিয়া স্বেচ্ছাসেবকদলের সভাপতি বেলাল হোসেন, সম্পাদক জুয়েল ইসলামসহ আরও অনেকে।