ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

দোকান কর্মচারীকে মারধর করল ছাত্রদল

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২০:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০২৫

দোকান কর্মচারীকে মারধর করল ছাত্রদল

ছবি : সংগৃহীত

ছাত্রদল নেতা তাইফুরের নেতৃত্বে অহিদুল, লিয়ন, নাইমসহ একদল সন্ত্রাসী মঙ্গলবার রাতে বৈশাখী টিভির সাংবাদিক সগির হোসেনের দোকানে ঢুকে শার্টার আটকে কর্মচারী তানভিরকে (১৭) বেধড়ক মারধর করেছে। কলাপাড়া প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় এ ঘটনায় আতঙ্ক দেখা দেয়। পরে পুলিশ ও সাংবাদিকরা ছুটে গেলে সন্ত্রাসীরা সটকে পড়ে। ছগির হোসেন জানান, তিনি মাগরিব নামাজ পড়তে গেলে এ সময় অভিযুক্তরা দোকানে ঢুকে শার্টার বন্ধ করে তার কর্মচারীকে মারধর করে।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িতদের বিচার করার আশ^াস দেন। ছাত্রদল কলাপাড়া উপজেলা আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার জানান, এ ঘটনার সঙ্গে তাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। তবে যারা হামলার শিকার বলে দাবি করছে তারা নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে ফেসবুকেসহ বিভিন্ন ধরনের কার্যক্রম করে যাচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন।

×