![জামায়াতের উদ্যোগ স্বেচ্ছাশ্রমে দুই কিমি বাঁধ নির্মাণ জামায়াতের উদ্যোগ স্বেচ্ছাশ্রমে দুই কিমি বাঁধ নির্মাণ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/15-2502051438.jpg)
স্বেচ্ছাশ্রমে ২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা
বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে ২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। বুধবার সকালে সদর উপজেলার ভৈরব নদীর পাশে চাপাতলা গ্রামের বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করে জামায়াতের দুই শতাধিক নেতাকর্মী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ বাঁধটি দৃশ্যমান হয়ে ওঠে। স্বেচ্ছায় বাঁধ নির্মাণ করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
গ্রামবাসীরা জানান, চাপাতলা গ্রাম সংলগ্ন বাঁধিট ১৫ থেকে ১৬ বছর ধরে ক্ষতিগ্রস্ত ছিল। জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ফসলি জমি ও জলোচ্ছ্বাসের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হতো। সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেও মেলেনি কোনো প্রতিকার। আজকে জামায়াতের নেতাকর্মীরা এই বেড়িবাঁধ নির্মাণ করে দেওয়ায় আমরা একটু শান্তিতে থাকতে পারব।
বাগেরহাট সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ডা. ফেরদৌস আলী বলেন, দুই শতাধিক নেতাকর্মী এই বাঁধ নির্মাণে অংশগ্রহণ করেন।