বিষ্ণু মূর্তি ও গ্রেপ্তারকৃত আক্কাছ আলী
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, নীলফামারীর অভিযানে প্রায় চার কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টায় র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন। এ নিয়ে র্যাব-১৩ এর অধিনায়ক সংবাদ সম্মেলনেও বিষয়টি তুলে ধরেন।
সূত্রমতে, গোপন খবরে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ নীলফামারী মঙ্গলবার রাতে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে অভিযান চালায়। সেখানে জনৈক খোরশেদ আলম (৫০) বসতবাড়ি এলাকায় একই গ্রামের মৃত আবেদ আলী ছেলে আসামি আক্কাছ আলীকে (৫২) একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। আসামির দেখানো মতে উক্ত বসতবাড়ির লাউ গাছের মাচার নিচে অনুমান ৮ ইঞ্চি মাটি খনন করে ৬৬ ইঞ্চি দৈর্ঘ্য, ৩০ ইঞ্চি প্রস্থ এবং ৩৯৫ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণমূর্তিটি উদ্ধার করে। র্যাব সূত্র জানায় উদ্ধারকৃত মূর্তির মূল্য ৩ কোটি ৯৫ লাখ টাকা।