ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

জ্ঞান বিকাশে দ্যুতি ছড়াচ্ছে রায়পুর পাবলিক লাইব্রেরি

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর।

প্রকাশিত: ২০:২৮, ৫ ফেব্রুয়ারি ২০২৫

জ্ঞান বিকাশে দ্যুতি ছড়াচ্ছে রায়পুর পাবলিক লাইব্রেরি

রায়পুর পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলা উদ্বোধন।



লক্ষ্মীপুর জেলার রায়পুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে,উপজেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ ইমরান খাঁন লাইব্রেরির দ্বিতীয় তলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ ইমরান খান বলেন, "রায়পুরের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় তলা নির্মাণ করা হয়েছে, যাতে উপজেলার শিক্ষক-শিক্ষার্থীরা আরও সুন্দর পরিবেশে বই পড়তে পারে। আমাদের ছেলে-মেয়েরা যেনো বই পড়ে সুন্দর জীবন গড়তে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, রায়পুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) শাহিদ, বিএনপি নেতা শফিকুল আলম আলমাস, ইসলামী আন্দোলন নেতা হেলাল, রায়পুর প্রেসক্লাবের সভাপতি আনোয়ার ঢালী, সাধারণ সম্পাদক এম আর সুমনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, রায়পুর পাবলিক লাইব্রেরির সম্প্রসারণের ফলে শিক্ষার্থীরা আরও ভালো পরিবেশে বই পড়ার সুযোগ পাবে, যা স্থানীয় শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

সাজিদ

×