ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

নদীতে গোসলে নেমে দুই ভাই বোন নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর।

প্রকাশিত: ১৮:৪৯, ৫ ফেব্রুয়ারি ২০২৫

নদীতে গোসলে নেমে দুই ভাই বোন নিখোঁজ

 

মাদারীপুরের পৌর শহরের তরমুগুরিয়া এলাকায় নিম্ন কুমার নদে গোসল করতে 
নেমে মিরাজ (৭) ও কুলসুম( ১০) দুই ভাই বোন নিখোঁজ হয়েছে। দুই শিশু তরমুগুিয়া এলাকার জাহাঙ্গীর মাতুব্বরের  ভাড়াটিয়া লিটন মাতুব্বরের ছেলে-মেয়ে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নিখোঁজ দুই শিশু গোসলের জন্য নদীতে নামে। এরপর থেকেই তারা নিখোঁজ। ফায়ার সার্ভিসের একটি টিম সংবাদ লেখা পর্যন্ত (রবিবার সন্ধ্যা) উদ্ধারের কাজ চালাচ্ছে। 

তরমুগুরিয়া  এলাকার বাসিন্দা এডভোকেট আব্দুর রকিব জানান, দিনমজুর লিটন ও পিঠা বিক্রেতা মিনু দম্পতির ৫ ছেলে মেয়ের মধ্যে নিখোঁজ মিরাজ ও কুলসুম সবার ছোট । দুপুরে এই দুই শিশু গোসলে আসে, তারা কেউই সাঁতার জানে না, প্রথমে মিরাজ নদীতে ভেসে যায়, তাকে বাঁচাতে তার বোন কুলসুম তার হাত ধরে পরে দুজনেই নদীতে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শী  ওসমান ও ইব্রাহিম দুই ব্যক্তি  দুই শিশুটি নিখোঁজের খবর স্থানীয় লোকদের জানায়। পরে খবর দেওয়া হয় সদর থানা ও ফায়ার সার্ভিসের লোকদের। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক এসে এখনো উদ্ধার কাজ চালাচ্ছে তবে দুই ঘন্টা হলেও তাদের পাওয়া যায়নি। 

নিখোঁজ দুই শিশুর বাবা লিটন মাতুব্বর কান্না জড়িত কন্ঠে  বলেন, আমি কিছুই টের পাই নাই, কোন সময় যেন আমার  ছেলে মেয়ে নদীতে গোসল করতে চলে নেমেছে । স্থানীয় লোকের মুখে শুনেছি আমার ছেলে মেয়ে দুইজন  নিখোঁজ । কিভাবে কি হয়ে গেল? 

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, ফায়ার সার্ভিস এর লোকেরা উদ্ধারকাজ চালাচ্ছে, এখনো কাউকে উদ্ধার করা যায়নি।

সাজিদ

×