ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭

কালিদাস রায়, নাটোর জেলা

প্রকাশিত: ১৭:২৪, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭

ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাজ্জাক মোড়ে এই ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, স্থানীয় সিএনজি স্ট্যান্ড, বাসের কাউন্টার এবং আশপাশের বিভিন্ন দোকানপাট সহ রাজ্জাক মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুলসহ তার অনুসারী ও অপরপক্ষ বড়াইগ্রাম পৌরসভার যুবদলের সিনিয়র সহ-সভাপতি  রবিউল ইসলাম রবিসহ তার অনুসারীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে বকুল গ্রুপের সোহেল রানা (২৯), মমিন আলী (৩০), ইমদাদুল হক (৩২) সহ কমপক্ষে ৪ জন এবং অপরপক্ষ রবি গ্রুপের  রকমত আলী (২৮),  মানিক হোসেন (২৫) সহ কমপক্ষে ৩ জন আহত  হয়। পরে আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনও কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। থানায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুহাম্মদ ওমর ফারুক

×