![হালুয়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র নেতাকে মারধর হালুয়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র নেতাকে মারধর](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-1-2502051106.jpg)
ময়মনসিংহের হালুয়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রকৃত প্রতিনিধিত্ব নিয়ে বিতর্কের একপর্যায়ে ছাত্র সমন্বয়ক দাবিদার আশিক তার প্রতিপক্ষ আশরাফুল আলম সোহানকে মারধর করেন। এতে সোহান গুরুতর আহত হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, "এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
আশিক