ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিন শিক্ষার্থী আটকের প্রতিবাদে উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তেজিত শিক্ষার্থীরা পশ্চিম থানায় হামলা চালায়। এ সময় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহাদেবকে মারধর করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে বৈষম্যবিরোধী ছাত্রদের একটি সভা চলছিল। উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত ওই সভা থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামে তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে তাদের উত্তরা পূর্ব থানায় নেওয়া হয়।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা পূর্ব থানায় গিয়ে জানতে পারেন, আটক শিক্ষার্থীদের পশ্চিম থানা পুলিশ গ্রেপ্তার করে পূর্ব থানায় হস্তান্তর করেছে। এরপর উত্তেজিত ছাত্ররা উত্তরা পশ্চিম থানার সামনে বিক্ষোভ শুরু করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে থানার গেটে হামলা চালানো হয়।
উত্তরা পশ্চিম থানার তদন্ত পরিদর্শক জানান, আটক শিক্ষার্থীদের ছাড়িয়ে নিতে বিক্ষুব্ধ ছাত্ররা থানায় হামলা চালায়। হামলার ঘটনায় থানার এএসআই মহাদেব আহত হন।
ঘটনার খবর পেয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহম্মেদ আলী এবং উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন থানায় ছুটে আসেন। পরে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাবে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। আলোচনায় পুলিশের আশ্বাসের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা শান্ত হন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আসিফ