চাঁপাইনবাবগঞ্জে পেট্রোল পাম্পগুলো পূর্ব ঘোষণা ছাড়াই অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে। জ্বালানী তেল বিক্রি বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও মালিকরা।
জানা গেছে, বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। এতে করে বাইক, কার, মাইক্রোবাস ও দুর্ভোগে পড়েছেন বাস চালক ও মালিকরা। এরমধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে মোটরসাইকেল আরোহীদের। কারণ পূর্ব ঘোষণা ছাড়া পেট্রোল পাম্পগুলো বন্ধ রাখায় তাঁদের এই ভোগান্তি। এ নিয়ে অনেকেই পাম্প কর্মচারীদের সাথে বচসায় জড়িয়ে যাচ্ছেন।
অনেকেই বলছেন, তাদের মোটরসাইকেলে তেল না থাকায় রাস্তায় চলাচল বন্ধ রাখতে হবে। অন্যদিকে পাম্প ম্যানেজাররা বলছেন গতকাল মঙ্গলবার নওগাঁয় সড়ক বিভাগ একটি পাম্প উচ্ছেদ করার প্রতিবাদে উত্তরবঙ্গে পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য জ্বালানী তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। সমিতি সিদ্ধান্ত দিলে তারা আবার তেল বিক্রি শুরু করবেন।
উল্লেখ্য, জেলার ৩০টি পেট্রোল পাম্পে একযোগে তেল বিক্রি বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছেন জেলাবাসী। তারা মনে করছেন এই ধর্মঘট দীর্ঘায়িত হলে তাদের সমস্য আরও বৃদ্ধি পাবে।
সজিব