ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বাকেরগঞ্জে সাবেক সংসদ সদস্যসহ আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ১৫:১১, ৫ ফেব্রুয়ারি ২০২৫

বাকেরগঞ্জে সাবেক সংসদ সদস্যসহ আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ছবি: দৈনিক জনকণ্ঠ

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় ছাত্র–জনতার ওপর হামলা ও মারধরের ঘটনায় সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশাসহ আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রঙ্গশ্রী ইউনিয়নের বিরঙ্গল গ্রামের বাদল হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার এবং হাতেম আলী সরকারি কলেজের অনার্স ৪ বর্ষ ইংরেজি বিভাগের ছাত্র বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, হেমায়েত উদ্দিন হিমু, আমিনুল ইসলাম, আশিক শরীফ, মিঠু খান, বায়জিদ, মুন্না বিশ্বাস, আলিম খান, জাকির খান, কাওসার খলিফা, শাকিল খলিফা, আবুল হোসেন, সাব্বির খান, আকাশ খান, সুমন হাওলাদার, আরিফ হাওলাদার, সেলিম হাওলাদার, সোহেল ফকির প্রমুখ।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন শেষে বরিশাল থেকে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশার নেতৃত্বে অভিযুক্তরা ১০০ থেকে ১৫০ জনের একটি দল নিয়ে অস্ত্রশস্ত্রসহ অর্ধশতাধিক ছাত্র–জনতাকে মারধর এবং কোপানোর মাধ্যমে রক্তাক্ত জখম করে। তারা প্রাণনাশের হুমকি দেয় এবং মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় নামধারী ১৯ জনসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র–জনতার ওপর হামলা ও ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর অভিযোগে আরিফ হাওলাদার নামে এক শিক্ষার্থী থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

রেজা

×