ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব সংবাদদাতা,ফটিকছড়ি:

প্রকাশিত: ১৩:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০২৫

ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকান্ড

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন কাজিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসা প্রতিষ্টান পুড়ে ভষ্মিভুত হয়ে গেছে। বুধবার(৫ ফেব্রুয়ারি )ভোরে এ  অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় রঞ্জিতের মিষ্টির দোকান, আবু সওদাগরের চাউলের দোকান, তসলিমের কুকারিজ দোকান, আলমগীরের গাছের দোকান, তসলিমের বেডিং দোকান, আনসারের হোটেল ও চা দোকান, আব্বাসের ওয়ার্কশপের দোকান, আব্বাসের পান দোকান, তাহেরের স্টিলের দোকান, সেলিমের বিসমিল্লাহ হোটেল ও নুরুল ইসলামের ওয়ার্কশপের দোকান ভস্মিভূত হয়। 

এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক  এক কোটি টাকা। ঐ সময় আগুনের লেলিহান শিখা  দেখা দিলে এলাকাবাসী আগুন নিভাতে ছুটে আসে এবং পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

আফরোজা

×