ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

যেদিন থেকে টঙ্গীতে ইজতেমা করতে পারবেন না সাদ অনুসারীরা

প্রকাশিত: ১২:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০২৫

যেদিন থেকে টঙ্গীতে ইজতেমা করতে পারবেন না সাদ অনুসারীরা

ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আয়োজনের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে মন্ত্রণালয় শর্ত দিয়েছে, আগামী বছর (২০২৬) থেকে টঙ্গীর ইজতেমা ময়দানে ইজতেমা আয়োজন করতে পারবেন না সাদ অনুসারীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, তাবলীগ জামাত বাংলাদেশের শুরা-ই-নিজামের অনুসারীরা অর্থাৎ মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারীরা ৫ ফেব্রুয়ারি ইজতেমা সম্পন্ন করবেন এবং ৬ ফেব্রুয়ারি মাগরিবের পর ময়দান প্রশাসনের কাছে ইজতেমা হস্তান্তর করবেন।

ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজন করবেন। তবে শর্ত হচ্ছে ১৮ ফেব্রুয়ারি মাগরিবের পর সাদ অনুসারীরা ইজতেমা মাঠ প্রশাসনের কাছে হস্তান্তর করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এছাড়া আগামী বছর থেকে টঙ্গীর ইজতেমা মাঠে ইজতেমা আয়োজন ও তাবলিগ কার্যক্রম পরিচালনা করতে পারবে না সাদ গোষ্ঠী।

সজিব

×