ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

পরকীয়ার পরিণতি:স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী!

প্রকাশিত: ১২:৩৩, ৫ ফেব্রুয়ারি ২০২৫

পরকীয়ার পরিণতি:স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী!

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হাতেনাতে ধরার পর নিজেই তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন স্বামী। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিলনপুর গ্রামের বাসিন্দা খোরশেদ দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন যে, তার স্ত্রী একই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে কোনো প্রমাণ না থাকায় তিনি নিশ্চুপ ছিলেন। অবশেষে গত সোমবার সন্ধ্যায় তিনি নিজেই স্ত্রীকে প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন।

ঘটনার পর উত্তেজিত না হয়ে বরং ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন খোরশেদ। তিনি এলাকাবাসীকে ডাকেন এবং রাতেই আনোয়ারের সঙ্গে স্ত্রীর বিয়ে দিয়ে দেন। উপস্থিত সবার সম্মতিতেই এই বিয়ে সম্পন্ন হয় বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ জানান, আনোয়ার ও খোরশেদের স্ত্রীকে নিয়ে আগেও একাধিকবার সালিস হয়েছে। কিন্তু সুনির্দিষ্ট প্রমাণের অভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এবার খোরশেদ নিজেই তাদের হাতে-নাতে ধরে ফেলায় পরিস্থিতি পাল্টে যায়, আর তিনি নিজেই সমাধানের পথে এগিয়ে যান।

গড়েয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানু রাম বর্মন বলেন, "আমি বিষয়টি শুনেছি। পরিস্থিতি যা ছিল, তাতে এই সমাধানটিই ভালো হয়েছে।"এদিকে, ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান জানিয়েছেন, এ বিষয়ে পুলিশের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র:https://tinyurl.com/3p4h26nm

 

আফরোজা

×