ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

শুধুমাত্র মোবাইল চার্জ করেই লাখপতি!

প্রকাশিত: ১০:৩৩, ৫ ফেব্রুয়ারি ২০২৫

শুধুমাত্র মোবাইল চার্জ করেই লাখপতি!

সংগৃহীত

ভাবতে পারেন, শুধু মোবাইল চার্জ দিয়েই কেউ লাখ টাকা কামিয়ে নিতে পারে? অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব চিত্র টঙ্গীর ইজতেমা ময়দানের পাশে! যখন লক্ষ লক্ষ মুসল্লি ইজতেমায় অংশ নিতে আসেন, তখন তাঁদের সবচেয়ে বড় দরকারগুলোর একটি হলো মোবাইল চার্জ করা। আর এই চাহিদাকে সুযোগে পরিণত করেছেন কিছু উদ্যোক্তা, যাঁরা মাত্র কয়েক দিনের মধ্যেই মোবাইল চার্জ দিয়ে গড়ে তুলছেন লক্ষাধিক টাকার ব্যবসা!

ইজতেমার মাঠের পাশেই সারি সারি দোকান বসে শুধুমাত্র মোবাইল চার্জ দেওয়ার জন্য। প্রতিটি দোকানে ঝুলছে শত শত সকেট, যেখানে গাদা গাদা চার্জার লাগানো। স্যামসাং, আইফোন, নোকিয়া, সিম্ফনি-সব ব্র্যান্ডের মোবাইল এখানে চার্জ করা যায়। 

আপনি হয়তো ভাবছেন, এত ফোন চার্জ দিলে বিদ্যুৎ বিলটাই না বিশাল হয়ে যায়! কিন্তু এখানে হিসাবটা অন্যরকম। প্রতিটি মোবাইল চার্জ দিতে ২০ থেকে ৪০ টাকা নেয়া হয়। দিনে একেকটি দোকান হাজারেরও বেশি মোবাইল চার্জ দেয়! অর্থাৎ কয়েক হাজার টাকা দিনে আয় হয়ে যাচ্ছে, আর পুরো ইজতেমার কয়েক দিনে সেই পরিমাণ লাখ ছাড়িয়ে যায়।


এত মোবাইল চার্জ হচ্ছে, কেউ কি হারিয়ে ফেলে না? দোকানিরাও তো চিন্তায় পড়তে পারেন! কিন্তু তারাও বেশ বুদ্ধিমানের মতো ব্যবস্থা করেছেন। যখন কেউ মোবাইল চার্জের জন্য জমা দেন, তখন তাঁকে দেওয়া হয় দুই ভাগে কাটা একটি টোকেন। এক অংশ দোকানির কাছে থাকে, আরেক অংশ গ্রাহকের কাছে। মোবাইল নেওয়ার সময় টোকেন মিলিয়ে তারপরই মোবাইল ফেরত দেওয়া হয়। এতে করে হারানোর বা ভুল হাতে চলে যাওয়ার ভয় থাকছে না।

অনেকেই ভাবেন, নিজের চার্জার নিয়ে গেলে হয়তো কম টাকা লাগবে। কিন্তু না, এখানে চার্জের হার সবার জন্য এক। অর্থাৎ, আপনি নিজের চার্জার আনুন বা দোকানের চার্জার ব্যবহার করুন, খরচ একটাই-২০ থেকে ৪০ টাকা। তবে এতে গ্রাহকরা খুব একটা বিরক্ত নন, কারণ ইজতেমার ময়দানে বিদ্যুৎ সংযোগ থাকে না, তাই যোগাযোগ রক্ষার একমাত্র উপায় হলো এই দোকানগুলো।

সাধারণত আমরা ভাবি, বড় ব্যবসা মানেই বিশাল বিনিয়োগ আর জটিল হিসাব-নিকাশ। কিন্তু এই মোবাইল চার্জিং ব্যবসা দেখিয়ে দিচ্ছে, একটু সুযোগের সদ্ব্যবহার করলেই কম বিনিয়োগে বিশাল লাভ করা সম্ভব।কয়েক দিনের জন্য অস্থায়ীভাবে এই ব্যবসা গড়ে তুললেও, তা থেকে লাখ টাকার বেশি আয় সম্ভব! 

সূত্র:https://tinyurl.com/3btay45w 

 

আফরোজা

×