ককটেল বিস্ফোরণে আহত মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন
দিনাজপুরে বিএনপির মিছিলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম এবং পৌর যুবদল কর্মী নূরুন্নবী বকুল আহত হয়েছেন।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিক্ষোভ কর্মসূচি দিয়েছে ফুলবাড়ী যুবদল।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে, ঘটনার সংগে জড়িতদের গ্রেপ্তারসহ করে আইনের আওতায় আনা হবে।
শহীদ