প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ কেের প্রতিবাদ
সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি. বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের ওপর হামলার ঘটনায় দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে বিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী সাতক্ষীরা-চাপড়া সড়ক অবরোধ করে। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সংবলিত স্লোগান দেয়। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা অবরোধে সাতক্ষীরা-আশাশুনি সড়কের ব্রহ্মরাজপুর বাজারের দুইপাশে যানজট সৃষ্টি হয়।
এ ব্যাপারে ডি. বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জানান, সোমবার স্থানীয় বাজারের ব্যবসায়ী পুরানো সাতক্ষীরা এলাকার বাহারুল ইসলামের সঙ্গে তুচ্ছ একটি বিষয়ে তর্কাতর্কি হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে স্কুলে আসার পথে পুরানো সাতক্ষীরা ছয়আনি মোড়ে আগে থেকেই ওঁৎ পেতে থাকা বাহারুল ইসলামের নেতৃত্বে আরও ৫/৬ জন অতর্কিতে তার ওপর হামলা চালায়। এতে তিনি শারীরিকভাবে আহত হয়েছেন। সড়ক অবরোধ কার্যক্রমে শিক্ষার্থীদের সঙ্গে স্কুলের অনেক শিক্ষকও অংশ নেন।