ছবি: সংগৃহীত
বাজার মানেই সাধারণত পুরুষদের আধিপত্য। কিন্তু বাংলাদেশের একটি বিশেষ বাজারে এই ধারণা বদলে গেছে—এখানে নারীরাই ব্যবসার মূল চালিকা শক্তি।
বাংলাদেশের কক্সবাজারের টেকনাফে অবস্থিত "নাইক্ষ্যংছড়ি নারী বাজার" ও খুলনার "রূপসা নারী বাজার" নারীদের দ্বারা পরিচালিত ব্যতিক্রমী দুটি বাজার। এই বাজারগুলোতে কেবলমাত্র নারীরা ব্যবসা করেন এবং বাজার ব্যবস্থাপনাতেও তাদেরই প্রধান ভূমিকা।
এখানে শুধুমাত্র নারী উদ্যোক্তারাই দোকান পরিচালনার অনুমতি পান। বাজারের বেশিরভাগ ব্যবসায় কৃষিপণ্য, হস্তশিল্প, পোশাক ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি হয়। ক্রেতাদের মধ্যেও অনেক নারী থাকেন, ফলে নারীরা নির্ভয়ে কেনাকাটা করতে পারেন। এই বাজার নারীদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করছে, বিশেষ করে যারা স্বামী হারিয়েছেন বা এককভাবে জীবনযাপন করছেন।
বাংলাদেশের মতো একটি দেশে নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সংখ্যা তুলনামূলক কম, কিন্তু এই বাজারগুলো প্রমাণ করেছে যে নারীরা সঠিক সুযোগ পেলে সফল ব্যবসায়ী হতে পারেন। এটি নারী ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত, যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।
শিলা ইসলাম