ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

বান্দরবানে পরিত্যক্ত বৌদ্ধ বিহারে আগুন

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ২৩:৪২, ৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:৫০, ৪ ফেব্রুয়ারি ২০২৫

বান্দরবানে পরিত্যক্ত বৌদ্ধ বিহারে আগুন

বান্দরবানের রুমা উপজেলায় আগুনে পুড়েছে বৌদ্ধ বিহারের পুরোনো পরিত্যক্ত ঘর। ছবি: জনকণ্ঠ

বান্দরবানের রুমা উপজেলায় আগুনে পুড়ে গেছে বৌদ্ধ বিহারের একটি পুরোনো পরিত্যক্ত ঘর। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাইন্দু ইউনিয়নের দুর্গম মংসুথুই পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয়দের মতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।

পাইন্দু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মংচ খয় জানান, বৌদ্ধ বিহারের পরিত্যক্ত ঘরটিতে বৈদ্যুতিক মিটারের শর্টসার্কিট থেকে আগুন লাগে এবং তা পুরো ঘর পুড়িয়ে দেয়। তবে আশপাশে কোনো বসতি না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

 

রুমা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহিম জানান, দুর্গম এলাকা এবং যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। তবে স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বৌদ্ধ বিহারের পুরোনো ঘরটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। সেখানে কেউ বসবাস করত না, তাই ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি হয়নি।

তাবিব

×