ছবি: জনকণ্ঠ
সাভারে মেজর পরিচয়ে গাড়ি ভাড়া নিতে আসলে দুই প্রতারককে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার মডেল থানাধীন হেমায়েতপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন কুষ্টিয়ার কুমারখালি থানার দমদম গ্রামের ইউসুফ আলীর ছেলে ভুয়া মেজর পরিচয় দানকারী মো: শহিদুল ইসলাম। অপরজন হলেন সাভারের হেমায়েতপুর এলাকার মৃত আকবর আলীর ছেলে মো: সাইফ ইসলাম ।
জানা গেছে, এদিন সন্ধ্যার দিকে হেমায়েতপুর তালতলা এলাকায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে মাইক্রোবাস ভাড়া করতে আসেন শহিদুল ইসলাম ও সাইফ ইসলাম। পরে তাদের আচরণ সন্দেহ জনক মনে হলে স্থানীয়রা তাদের পরিচয় পত্র দেখতে চান। এ সময় তারা ভুয়া আইডি কার্ড প্রদর্শন করলে তাদেরকে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীকে খবর দেয় স্থানীয়রা। পরে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে সাভার মডেল থানায় হস্তান্তর করেন।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাবিব