ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

পূর্ব পরিচিতের সঙ্গেই সেখানে যায় ॥ পুলিশ

রাজধানী থেকে নিখোঁজ হওয়া সেই সুবা নওগাঁয় উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩০, ৪ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানী থেকে নিখোঁজ হওয়া সেই সুবা নওগাঁয় উদ্ধার

আরাবি ইসলাম সুবা

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া সেই স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে (১১) উদ্ধার করেছে পুলিশ। দুইদিন পর মঙ্গলবার বিকেল ৪টার দিকে নওগাঁ শহরের আরজী নওগাঁ এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এদিকে উদ্ধার হওয়ার পর ভিডিও বার্তায় সুবাকে বলতে শোনা যায়, আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাব। পুলিশের দাবি, মমিনের সঙ্গে প্রেমঘটিত সম্পর্ক ছিল সুবার।
তেজগাঁও বিভাগের ডিসি মো. ইবনে মিজান বলেন, পূর্ব পরিচিতের সঙ্গেই সেখানে যায় তরুণী। সে ভালো আছে সুস্থ আছে। বাবার সঙ্গেও কথা বলেছে। তাকে পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। 
নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সুবাকে উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে। 
যেভাবে সন্ধান মিলল সুবার ॥ ষষ্ঠ শ্রেণির ছাত্রী আরাবি ইসলাম সুবা (১১)। টিকটকে তার পরিচয় হয় মমিন (২২) নামে এক তরুণের। মমিন পেশায় একজন কাপড়ের দোকানের কর্মচারী। দীর্ঘদিন তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। এক পর্যায়ে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রবিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ওই তরুণের সঙ্গে পালায় 
সুবা। তার এ পলায়নের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এটি ঘিরে তোলপাড় শুরু হয়। ঘটনাটিকে অপহরণ দাবি করে মেয়েটির পরিবার। এরপর পুলিশ তৎপরতা শুরু করে। একপর্যায়ে মঙ্গলবার বিকেল ৪টায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে নওগাঁ শহরের আরজী নওগাঁ মহল্লার একটি বাসা থেকে সুবাকে উদ্ধার করা হয়। 
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, বরিশালের বাকেরগঞ্জ এলাকার একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে সুবা। সেখানে মমিন (২২) নামের এক তরুণের সঙ্গে টিকটকে তার পরিচয় হয়। সেখান থেকেই দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মমিন ঢাকার গুলিস্তানে একটি কাপড়ের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তাদের বিয়ে হয়নি। 
সম্প্রতি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে বরিশাল থেকে স্কুলছাত্রী সুবা ঢাকায় মোহাম্মদপুর আসে। সেখানে ফুফুর বাসায় থাকত সুবা। ঢাকায় এলে তার সঙ্গে দেখা করেন মমিন। রবিবার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই।

পরে ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজে, মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে সুবাকে দেখা যায়। তবে সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরও একজন ছিল। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা যায়। এরপর থেকে নিখোঁজ হয় সুবা। পরে সুবার বাবা থানায় জিডি করেন। 
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, যে ছেলেটির সঙ্গে দেখা গেছে, সেই ছেলের সঙ্গে সুবার প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে তারা পালিয়ে যায়। ছেলেটির মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার বিকেলে নওগাঁ শহরের আরজী থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।
সুবার বাবা ইমরান রাজিব বলেন, সুবা বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর কান্সারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি। তিনি জানান, রবিবার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই। আদাবর থানায় জিডি করা হয়। মঙ্গলবার নওগাঁ থেকে তার মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। 
ওসি নূরে আলম সিদ্দিকী জানান, সুবার লোকেশন নওগাঁ দেখানোর পর থেকেই আমাদের টিম তৎপর ছিল। একপর্যায়ে আমরা জানতে পারি তারা শহরের আরজী নওগাঁ এলাকার একটি বাসায় অবস্থান করছেন। মঙ্গলবার বিকেলে ওই বাসায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে তারা পালিয়ে পাশের বাসায় অবস্থান নেয়।

পরে মমিনের বাবাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তখন তিনি পুলিশকে তাদের লোকেশন দেখিয়ে দেন। আমরা সেখান থেকে সুবাকে উদ্ধার করি। তবে মমিন পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। ওসি নূরে আলম বলেন, সুবাকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে নওগাঁ থেকে জয়পুরহাট র‌্যাব-৫ নিজ হেফাজতে নিয়ে গেছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×